কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ নারীর মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ১৩:৫২ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৩:৫৪
২৭ নভেম্বর ২০২৪ ১৩:৫২ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৩:৫৪
কুষ্টিয়া: জেলার মিরপুরে অবৈধ স্যালোইঞ্জিন চালিত ট্রলির চাপায় ২ নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মশান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এতে কবরবাড়িয়া এলাকার নাসির উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম (৫০) ও একই এলাকার কুরবান আলীর স্ত্রী ছবেলা খাতুন (৭০) নামে দুই নারী নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মরিয়ম ও জবেলা খাতুন নিজ বাড়ি থেকে সকালে মশান বাজার থেকে চাল নিয়ে ভ্যানে করে বাড়ি ফেরার পথে সামনে থেকে আসা একটি বালি বোঝায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা দিলে ভ্যান থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
সারাবাংলা/এসডব্লিউ