বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী নিহত
২৬ নভেম্বর ২০২৪ ১৮:৩৪ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৯:২৫
নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের আরোহী এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে বদলগাছী-মাতাজীহাট সড়কের আপেল মোটরসাইকেল শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সনজিতা রানী (১৮)। তিনি বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের ভাতসাইল গ্রামের শ্রী যতিনের স্ত্রী।
পুলিশ জানায়, নজিপুর থেকে বদগাছী হয়ে নওগাঁ যাচ্ছিল বাসটি। অন্যদিকে ভ্যানটি বদলগাছী থেকে যাত্রী নিয়ে ভাতসাইল গ্রামে যাচ্ছিল। পথে আপেল মোটরসাইকেল শো-রুমের সামনে বাসের ধাক্কায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সনজিতা রানী।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলী বলেন, ‘এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’
সারাবাংলা/পিটিএম