Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নতুন নির্বাচন কমিশন জনগণের আশা পূরণে সফল হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৪ ২১:৫৪ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ০২:৩৮

ঢাকা: নতুন নির্বাচন কমিশন জনগণের আশা পূরণে সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

আমীর খসরু বলেন, ‘এটা (নতুন নির্বাচন কমিশনের শপথ) একটা ভালো পদক্ষেপ যেটা সকলের প্রত্যাশা ছিল। এই যে সবাই জানতে চাচ্ছে নির্বাচনের রোডম্যাপ কি, কবে নির্বাচন হবে? দেশি-বিদেশি স্ট্যাকহোল্ডাররা সবাই তো অপেক্ষা করছে।’

‘আজকের শপথ নিশ্চয় একটা ভালো পদক্ষেপ, ভালো মেসেজ যাবে। তবে, শপথ নেওয়ার পরবর্তী কার্যক্রম যেগুলো আছে, সেগুলো আমরা আশা করি, জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে, একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যত দ্রুত সম্ভব তারা এগিয়ে যাবে’— বলেন আমীর খসরু।

তিনি বলেন, ‘তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়নি। নির্বাচন কবে, তারা এটা জানতে চেয়েছে। সবাই তো চাচ্ছে একটা ট্রানজিশন করে ডেমোক্রেটিক অর্ডারে বাংলাদেশ কবে যাবে, এই অপেক্ষায় তো সবাই আছে।’

আমীর খসরু বলেন, ‘আগামীদিনের বাংলাদেশ নিয়ে যাদের চিন্তা আছে, প্ল্যান আছে, যাদের বাংলাদেশে বিনিয়োগের বিষয় আছে, তারা অপেক্ষা করছে কবে একটা ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসবে, একটা নির্বাচিত সরকার ও সংসদ হবে। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহি থাকবে এবং যার কারণে আগামী দিনের জন্য যেসব স্ট্যাকহোল্ডাররা অপেক্ষা করছে, তারাও সিদ্ধান্ত নিতে পারে।’

সারাবাংলা/এজেড/এসআর

আমীর খসরু মাহমুদ চৌধুরী নতুন নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর