আ. লীগ সরকারের চেয়ে ভালো দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার: জরিপ
২৩ নভেম্বর ২০২৪ ১১:৫৯ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৪:০২
ঢাকা: দেশের ৫৮ দশমিক ৪ শতাংশ মানুষ মনে করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তুলনায় অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ভালো করছে।
তবে ৪০ দশমিক ৫ শতাংশ মানুষের মতে, অন্তর্বর্তী সরকার দেশ শাসনে আওয়ামী লীগের চেয়ে খারাপ করছে বা একই রকম পারফর্ম করছে। যারা মনে করছেন অন্তর্বর্তী সরকার আগের সরকারের চেয়ে দেশ শাসনে খারাপ করছে তাদের হার ২০ দশমিক ৪ শতাংশ।
আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস আমেরিকা বাংলার উদ্যোগে দেশব্যাপী পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পর গত অক্টোবরে এই জরিপ চালানো হয়।
‘আওয়ামী লীগ সরকারের তুলনায় অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ভালো, খারাপ নাকি একইরকম করছে— এমন প্রশ্নের জবাবে জরিপে অংশগ্রহণকারীরা এই মতামত দেন।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে দশমিক ৮ শতাংশ প্রশ্নটির উত্তরে বলেছেন যে, তারা জানেন না। আর দশমিক ৩ শতাংশ প্রশ্নের উত্তর দিতে রাজী হননি।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কী ভাবছেন দেশের নাগরিকরা— এমন সব বিষয় নিয়ে ১৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত জরিপটি চালানো হয়। দেশের আট বিভাগে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে ভয়েস অব আমেরিকা বাংলার পক্ষে জরিপটি চালায় ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড।
জরিপ প্রতিবেদনে বলা হয়েছে , জরিপে অংশ নেওয়া শহুরে জনগণের ৬০ দশমিক ৪ শতাংশ ও গ্রামে বসবাসকারীদের ৬১ দশমিক ৪ শতাংশ আগামী এক বছরের মধ্যে পরবর্তী জাতীয় নির্বাচন চান। জরিপে অংশ নেওয়া পুরুষদের মধ্যে এই হার ৫৭ দশমিক ৩ শতাংশ, নারীদের মধ্যে ৬৫ শতাংশ।
তরুণদের মধ্যে (১৮ থেকে ৩৪ বছর বয়সী) ৬২ দশমিক ৪ শতাংশ এক বছরের মধ্যে আগামী নির্বাচন চান, ৩৫ বছর বা তার চেয়ে বেশি বয়সের যারা জরিপে অংশ নিয়েছেন, এক বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন চান তাদের ৫৯ দশমিক ৮ শতাংশ।
আরও পড়ুন: ১ বছরের মধ্যে নির্বাচন চায় ৬১% মানুষ: জরিপ
সারাবাংলা/ইআ