Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রোজী কবিরের প্রয়াণ

স্পেশাল করসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ১০:২৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১২:৪০

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবির

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবির মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা.শাহাদাত হোসেনসহ বিএনপি নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

বুধবার (১৩ নভেম্বর) ভোর ৫ টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির দফতরের দায়িত্বে থাকা সাবেক নেতা মো. ইদ্রিস আলী সারাবাংলাকে জানিয়েছেন, ‘৭৩ বছর বয়সী বেগম রোজী কবির দীর্ঘদিন ধরে লিভারের রোগে ভুগছিলেন। তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।’

তিনি আরও বলেন, ‘পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বেগম রোজী কবিরের মরদেহ ঢাকা থেকে চট্টগ্রামে আনা হবে। এরপর জানাজার বিষয়ে সিদ্ধান্ত হবে।’

প্রতিষ্ঠাকাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বেগম রোজী কবির। কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রামে জাতীয়তাবাদী মহিলা দল গঠনে তার ভূমিকা ছিল। এছাড়া নারীনেত্রী হিসেবেও চট্টগ্রামে সুপরিচিত ছিলেন।

তিনি ১৯৯১ সালে, ১৯৯৬ সালে এবং ২০০১ সালে বিএনপির মনোনয়নে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য ছিলেন।

এদিকে বেগম রোজী কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

শোকবার্তায় তিনি বলেন, ‘বেগম রোজী কবিবের মৃত্যু আমার জন্য অত্যন্ত কষ্টের। বিএনপির রাজনীতিতে তিনি ছিলেন একজন সৎ, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা। বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে চট্টগ্রামে দলকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সংসদ সদস্য থাকার সময় চট্টগ্রামের উন্নয়নে তিনি কাজ করে গেছেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার একদফার আন্দোলনে সাহসী নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন দল অন্ত:প্রাণ নেতা। চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান, নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ গভীর শোক প্রকাশ করেছেন।

সারাবাংলা/আরডি/এইচআই

চট্টগ্রাম সিটি করপোরেশন বেগম রোজী কবির

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর