Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পার্টিকে বয়কট ঘোষণা গণঅধিকার পরিষদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৪ ১৯:০৩ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ০৯:২১

গণ অধিকার পরিষদের বিভাগীয় মহাসমাবেশে পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান

রংপুর: জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোসর উল্লেখ করে বয়কট ঘোষণা করেছেন রাশেদ খান।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে গণ অধিকার পরিষদের বিভাগীয় মহাসমাবেশে এ ঘোষণা দেন তিনি।

আগামী জাতীয় নির্বাচনে গণঅধিকার পরিষদ ৩০০ আসনে নির্বাচন করবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

রাশেদ খান বলেন, ‘জাতীয় পার্টি আওয়ামী লীগের মতোই একটি স্বৈরাচারী দল। এসব দলকে মাথা উঁচু করতে দেয়া যাবে না। জাতীয় পার্টি মনে করে রংপুর জাতীয় পার্টির ঘাঁটি, যা একটি ভুল ধারণা।’

তিনি আরও বলেন, ‘রংপুরের মানুষও এখন জাতীয় পার্টিকে বয়কট করেছে। রংপুর সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা একজন দুর্নীতিবাজ ব্যক্তি। তার বিরুদ্ধে দুদকে মামলা চলমান রয়েছে। তাহলে বুঝতেই পারছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা কেমন।’

সমাবেশে তিনি গণঅধিকারের পরিষদকে সমর্থন দেয়ার জন্য জনগণকে অনুরোধ করেন।

সারাবাংলা/এনজে

গণঅধিকার পরিষদ জাতীয় পার্টি নির্বাচন বয়কট

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর