বোমা আতঙ্কে নিউইয়র্কগামী ফ্লাইট দিল্লিতে জরুরি অবতরণ
১৪ অক্টোবর ২০২৪ ১১:৪৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:১৯
ভারতের মুম্বই থেকে নিউইয়র্কগামী একটি বিমান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করানো হয়। এয়ার ইন্ডিয়ার ওই বিমানটিতে বোমা রাখা হয়েছে, এমন খবরে আতঙ্ক ছড়িয়ে পড়লে জরুরি অবতরণ করানো হয়।
সোমবার (১৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এর আগে, রোববার স্থানীয় সময় রাত ২টায় মুম্বই থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি।
হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষ টুইটারে একটি বার্তা পাওয়ার পর দেশটির নিরাপত্তা সংস্থাগুলোকে বিষয়টি জানানো হয়। পরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটিকে নয়াদিল্লি বিমানবন্দরে অবতরণ করতে বলা হয়।
দিল্লি পুলিশ জানায়, বিমানটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, মুম্বাই থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয় ফ্লাইট এআই ১১৯-এ সুনির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি ছিল। নিরাপত্তা সংস্থাগুলোর নির্দেশনা অনুযায়ী বিমানকে দিল্লিতে অবতরণ করানো হয়। ওই বিমান থেকে সব যাত্রীকে নামিয়ে আনা হয়েছে।
সারাবাংলা/ইআ