Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিককে ছাড়িয়ে লিটনের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২০

ব্যাট হাতে প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করে বাংলাদেশকে বিপদ থেকে রক্ষা করেছিলেন তিনি। এবার কিপিংয়েও দারুণ এক রেকর্ড গড়লেন লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে সিরিজে সব মিলিয়ে ১২টি ডিসমিসাল করেছেন লিটন। এক সিরিজে বাংলাদেশের পক্ষে এটিই সর্বোচ্চ ডিসমিসাল। এই রেকর্ড গড়ার সময় লিটন ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে।

পাকিস্তানের বিপক্ষে ২ টেস্ট সিরিজে সব মিলিয়ে লিটনের ডিসমিসাল দাঁড়িয়েছে ১২টি। প্রথম টেস্টে ছিল ৬টি ডিসমিসাল, দ্বিতীয় টেস্টে এসেছে বাকি ৬টি। এর মাঝে পেসারদের বলে ক্যাচে এসেছে ৮টি, স্পিনারদের বলে স্ট্যাম্পিং ৪টি। ১২টি ডিসমিসাল করে লিটন ভেঙেছেন মুশফিকের রেকর্ড। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিক ৩ ম্যাচ সিরিজে করেছিলেন ১১টি ডিসমিসাল।

বিজ্ঞাপন

এক সিরিজে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডটি অবশ্য অল্পের জন্য হাতছাড়া হয়েছে লিটনের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৫ সালে এক সিরিজে ১৫টি ডিসমিসাল করে সবার উপরে আছেন পাকিস্তানের কামরান আকমল।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ লিটন দাস

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর