Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় বিএনপির সমাবেশ আজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৪ ০৯:০৪

খুলনা: দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বিএনপির সমাবেশ আজ সোমবার (১ জুলাই)।

বিকাল ৩টায় কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ কেন্দ্র করে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে দলটি। এতে খুলনা মহানগর ও জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের অংশ নিতে বলা হয়েছে।
বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোর নেতাকর্মীরাও এতে অংশ নেবেন।

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এছাড়াও বক্তব্য দেবেন স্থানীয় ও কেন্দ্রীয় অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

সমাবেশ সফল করতে খুলনাবাসীসহ সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।

সারাবাংলা/এমও

খালেদা জিয়া খুলনা টপ নিউজ বিএনপির সমাবেশ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর