Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট বারে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৪ ১৯:৫১

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২ নং হলরুমে ৭৫ পাউন্ড ওজনের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে বর্তমানে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। এগুলো মোকাবিলা করেই বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে যাবে।’

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

অ্যাটর্নি জেনারেল সারাদেশের গৃহহীনদের আবাসনের ব্যবস্থা করাকে পৃথিবীতে অন্যান্য হিসেবে অবিহিত করেন।

অনুষ্ঠানে সাবেক মন্ত্রী নূরুল ইসলাম সুজন, মাহবুব আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সম্পাদক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যসহ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/একে

আইনজীবী আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর