Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবজাতক চুরি: ঢামেক’র তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৪ ২১:৪৪

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে হাসপাতাল কতৃপক্ষ।

বুধবার (৫ জুন) এই তদন্ত কমিটি গঠন করা হয়। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. আসাদুজ্জামন বলেন, ‘বুধবার বিকেল পর্যন্ত বাচ্চাটি উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশের একাধিক টিম কাজ করছে। বাচ্চাটি মিসিংয়ের ঘটনায় আমাদের হাসপাতালের কারও কোনো গাফলতি আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের তরফ থেকে গাইনি বিভাগের অধ্যাপক ডা. ফিরোজা ওয়াজেদকে প্রধান করে তিন সদস্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৪ জুন) বেলা পৌনে ১টার দিকে হাসপাতাল থেকে বাচ্চা চুরির ঘটনা ঘটে। গতকাল সকালে সুখী বেগম নামে এক নারী গাইনী ওয়ার্ডে সিজারের মাধ্যমে দুটি জমজ সন্তান জন্ম দেন। ওয়ার্ডের প্রবেশ পথের বারান্দায় দাদির কোলে ছিল শিশু দুটি। তখন কালো রংয়ের একটি বোরকা পরা এক মহিলা নবজাতকের দাদির সঙ্গে সখ্যতা গড়ে তোলে। পরে ভূমিষ্ঠ হওয়া জমজ নবজাতকদের একটিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ঢামেক তদন্ত কমিটি গঠন নবজাতক চুরি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর