Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে জরুরি অবতরণ করল ইউক্রেনের বিমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৪ ১৩:৫৮ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ ১৫:২৯

চট্টগ্রাম ব্যুরো: জ্বালানি সংগ্রহের জন্য জরুরি ভিত্তিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল ইউক্রেনের একটি পণ্য বিমান (কার্গো ফ্লাইট)। প্রায় ৩৪ ঘণ্টা বন্দরে অবস্থানের পর জ্বালানি নিয়ে বিমানটি ফিরে গেছে।

বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ইউক্রেনের বিমানটি ভারতের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করে। অ্যান্টোনভ এএন ১২৪-১০০এম নামের ইউক্রেনের বিমানটি বিশ্বের অন্যতম বড় পণ্য বিমান বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

শাহ আমানত বিমানবন্দরে কর্মরত বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ব্যবস্থাপক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ সারাবাংলাকে জানান, হংকং থেকে আসা বিমানাটি সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে অবতরণ করে। জ্বালানি সংগ্রহের জন্য বিমানটির ঢাকায় অবতরণের কথা ছিল।

কিন্তু একইদিন বিকেলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ঢাকায় পৌঁছান। এজন্য ইউক্রেনের বিমানটিকে ঢাকায় অবতরণের অনুমতি দেওয়া হয়নি। ঢাকার পরিবর্তে বিমানটিকে জরুরি ভিত্তিতে চট্টগ্রামে অবতরণের শিডিউল দেওয়া হয়। রিফুয়েলিং সম্পন্ন করে বিমানটি বুধবার সকালে ভারতের আহমেদাবাদের উদ্দেশে রওনা দেয়।

বেবিচক কর্মকর্তা তাসলিম আহমেদ আরও বলেন, ‘এটি একেবারে স্বাভাবিক ঘটনা। মাঝে মাঝে এ ধরনের বিমান রিফুয়েলিংয়ের জন্য ঢাকা-চট্টগ্রামে অবতরণ করে। তবে ইউক্রেনের বিমানটির বিশ্বের অন্যতম কার্গো ফ্লাইটের অবতরণ প্রমাণ করে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা অনেক বেড়েছে। এর মধ্য দিয়ে আমাদের বেশকিছু রাজস্ব আদায় হয়েছে।’

সারাবাংলা/আরডি/এমও

ইউক্রেনের বিমান জরুরি অবতরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর