বাহারি টুপির সমাহার | ছবি
৯ এপ্রিল ২০২৪ ০৯:২২ | আপডেট: ৯ এপ্রিল ২০২৪ ১১:৪৮
ঈদুল ফিতর সমাগত। স্বাভাবিকভাবেই বাড়তি চাহিদা এখন টুপির। রাজধানীর টুপির বাজারের বড় একটি অংশই সরবরাহ করে কামরাঙ্গীরচরের বিভিন্ন টুপি কারখানা। ঈদ সামনে রেখে সেসব কারখানায় এখন তুমুল ব্যস্ততা। কারিগরদের নিপুণতায় সেসব কারখানায় তৈরি হচ্ছে বাহারি সব টুপি।
কামরাঙ্গীরচর ঘুরে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।