Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় দু’শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৪ ০৯:০৯

খুলনা: খালিশপুরে দুই শিশুকে ধর্ষণ মামলায় হিরু মিয়া নামের এক মাহেন্দ্রা গাড়ির চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩ মার্চ) বিকেলে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস সালাম খান এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায় আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে আসামি হিরু মিয়া পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৭ অক্টোবর লুডু খেলার কথা বলে প্রতিবেশী হিরু মিয়া ১০ বছর বয়সী শ্রবণ প্রতিবন্ধী শিশু মেয়ে ও তার বান্ধবীকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় এক শিশুর বাবা বাদী হয়ে ঘটনার দিনই খালিশপুর থানায় মামলা দায়ের করেন। তদন্ত ও ১০ জন সাক্ষীর সাক্ষ্যশেষে আজ আদালত এ রায় দেন।

সারাবাংলা/এমও

যাবজ্জীবন শিশু ধর্ষণ মামলা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর