Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু টানেলের সংযোগ সড়কে ট্রাকচাপায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৪ ১৩:৩৬

চট্টগ্রাম ব্যুরো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সংযোগ সড়কে ট্রাকচাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে টানেলের আনোয়ারা প্রান্তের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আনোয়ার পারভেজ (৪৫) আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি কোরিয়ান রফতানি প্রক্রিয়াজাতকরণ (কেইপিজেড) কর্ণফুলী স্যুজ ইন্ড্রাস্ট্রিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ জানান, আনোয়ারসহ তিনজন আলাদা সাইকেলে আনোয়ারা চাতরি চৌমুহনী থেকে কেইপিজেডের দিকে যাচ্ছিলেন। সংযোগ সড়কে একটি দ্রুতগামী ট্রাক আনোয়ার পারভেজকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি এখনো চিহ্নিত করা যায়নি। টানেলের সিসিটিভি ফুটেজ চেক করে ঘাতক ট্রাক শনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/আইসি/এনএস

চট্টগ্রাম টপ নিউজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর