Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবি সুহিতা সুলতানা পাচ্ছেন মধুসূদন পদক

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৪ ২১:৪৪

মধুসূদন জন্মজয়ন্তী অনুষ্ঠানে এবার সৃজনশীল সাহিত্য (কবিতা) ক্যাটেগরিতে মহাকবি মাইকেল মধুসূদন পদক পাচ্ছেন সুহিতা সুলতানা। কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে আয়োজিত মধুমেলার সপ্তম দিনের অনুষ্ঠানে মধুমঞ্চে আজ বৃহস্পতিবার তার হাতে এ পদক তুলে দেওয়া হবে।

জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক সুহিতা সুলতানার জন্ম ১৯৬৫ সালের ১৯ সেপ্টেম্বর যশোরের নলভাঙায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ (অনার্স), এমএ ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে গ্রন্থোন্নয়ন সম্পর্কিত গবেষণাধর্মী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত তিনি। সাহিত্যজীবনে ২০টির বেশি কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস ও একাধিক প্রবন্ধগ্রন্থের রচয়িতা সুহিতা সুলতানা বাংলা ভাষার পাশাপাশি নরওয়েজিয়ান, রুশ ও হিন্দি ভাষায়ও চর্চা করেন। ‘শ্রেষ্ঠ কবিতা’ কাব্যগ্রন্থের জন্য এবারের পদক পাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

বাছাই কমিটির সমন্বয়কারী ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা বুধবার বলেন, নিয়মিত দুই ক্যাটেগরিতে পদক দেওয়া হয়। গবেষণা (প্রবন্ধ) ক্যাটেগরিতে জমা হওয়া বইয়ের মধ্যে এবার উপযুক্ত বই পাওয়া যায়নি। যে কারণে একটি পুরস্কারই দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এজেডএস

সুহিতা সুলতানা

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর