Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০ শতাংশের বেশি ভোটে জয়ের আশা নানকের

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ১০:২৫ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২০:১৫

ঢাকা: জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক ঢাকা-১৩ আসনে ৫০ শতাংশ ভোট পড়বে বলে মন্তব্য করেছেন।

রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট (কলেজ এন্ড স্কুল) কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়ে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

৫০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশা প্রকাশ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘অভূতপূর্ব, সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটাররা আসছেন। ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দিপনা আছে। তারা আমাকে বলেছেন, এত সুন্দর পরিবেশ, আমরা অবাক হয়ে গেছি।’

ভোটারদের উদ্দেশে নানক বলেন, ‘ভোটারদের বলব, ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, শীতের সকাল, ‘আমি নিশ্চিত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বেড়ে যাবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনার দেখতে পারছেন লম্বা লাইন। যারা ভোটের বিরোধীতা করছে তারা গণতন্ত্রের বিরোধীতা করছে। জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।’

জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

সারাবাংলা/এনআর/ইআ

জাহাঙ্গীর কবির নানক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর