Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৩ ১৪:৫১

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কে যাত্রীবাহী সিএনজি ও মালবাহী পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজিতে থাকা ফখরুল ইসলাম (৫৫) নামের এক যাত্রী নিহত ও আরও ৩ যাত্রী আহত হয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) মধ্যম চরউরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফখরুল ইসলাম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলম মিয়ার ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সিএনজিযোগে রামগতি থেকে সোনাপুর বাজারের উদ্দেশে সিএনজিযোগে যাচ্ছিলেন ফখরুল ইসলাম’সহ কয়েকজন যাত্রী। তাদের সিএনজিটি মধ্যম চরউরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় সিএনজিতে থাকা ৪ যাত্রী।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফখরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মৃতদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

সারাবাংলা/এমও

নোয়াখালী সিএনজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর