Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ালটন-ডিআরইউ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে সারাবাংলা

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৩ ১০:৫০ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ ১৭:২৩

ঢাকা: ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠেছে সারাবাংলা ডটনেট।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ওয়ালটন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।

এদিন চ্যানেল টোয়েন্টিফোর টিমের সঙ্গে সারাবাংলা ডটনেটের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যথাসময়ে সারাবাংলা ডটনেটের খেলোয়াররা মাঠে উপস্থিত হলেও চ্যানেল টোয়েন্টিফোরের কোনো খেলোয়ার মাঠে উপস্থিত হননি। কিন্তু সঠিক সময়ে টিম সারাবাংলা বল নিয়ে মাঠে নামে। এর নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর রেফারি সারাবাংলা টিমকে ওয়াক ওভার দেয়। ফলে ফিফা আইনে সারাবাংলা ডটনেট ফুটবল টিম টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠে যায়।

সারাবাংলা টিমের খেলোয়াররা হলেন- আজমল হক হেলাল (অধিনায়ক), রহমান মুস্তাফিজ, গোলাম সামদানি, উজ্জল জিসান, এমদাদুল হক তুহিন ও আসাদ জামান।

সারাবাংলা/ইউজে/ইআ

ডিআরইউ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর