গুলশানে সিএনজির ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত
২৯ আগস্ট ২০২৩ ১৮:১৫
ঢাকা: রাজধানীর গুলশানে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবু হানিফ রানা (৩৫) নামে এক যুবক মারা গেছেন। তিনি বেসরকারি এক প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালক ছিলেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রানার বড় বোন রোখসানা সুলতানা জানান, তাদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার কুমলাই গ্রামে। রানা গুলশানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালাক ছিলেন। থাকতেন ওই প্রতিষ্ঠানেই। তার স্ত্রী দুই সন্তান গ্রামের বাড়িতে থাকেন।
তিনি জানান, দুপুরে রানার ফোন থেকে তিনি খবর পান, গুলশান-১ এ সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছেন তার ভাই। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তখন তিনি ওই হাসপাতালে গিয়ে রানাকে আহত অবস্থায় দেখতে পান। সেখান থেকে রানাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোখসানা আরও জানান, গুলশান-১ এ উল্টো পথে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তার প্রাইভেটকারে ধাক্কা দেয়। তখন রানা গাড়ি থেকে নেমে সিএনজি চালকের কাছে জানতে চান, ব্রেক না করে কেন তার গাড়িতে ধাক্কা দিয়েছেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সিএনজি চালক দ্রুত গতিতে রানাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রানা রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মুমূর্ষু অবস্থায় ওই যুবককে স্বজনরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
এদিকে, গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, হাসপাতাল থেকে একটি দুর্ঘটনার খবর শুনেছি। বিস্তারিত জানার জন্য ঢাকা মেডিকেলে যাচ্ছি।
সারাবাংলা/এসএসআর/পিটিএম