Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৩ ১৩:২৮

চাঁপাইনবাবগঞ্জ: নাচোল উপজেলায় ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে দায়ের হওয়ার মামলার আসামি কাউসার আলীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে প্রেস বিফিংয়ে র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানান।

লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গত ১২ আগস্ট চার বছরের শিশু ভিকটিম ধর্ষিত হয়। এ প্রেক্ষিতে গত ১৩ আগস্ট ভিকটিমের বাবা বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিল।

বিজ্ঞাপন

র‌্যাব বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আসামির অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ডিএমপির বাড্ডা থানার পূর্ব বাড্ডা কবরস্থান রোডের সামনে থেকে আসামি কাউসার আলীকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এমও

চাঁপাইনবাবগঞ্জ শিশু ধর্ষণ মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর