Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৩ ১৫:৩৩

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজি অটোরিকশা চালকসহ আরও ২জন। আহতদেরকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৫ জুন) ভোর ৫টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান জানান, নিহতরা হলেন রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম( ৩৫) ও তার মেয়ে ছোয়ামনি (১৭)।

ওসি জানান, নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে গেছেন।

স্থানীয়রা জানায়, ভোর ৫ টার দিকে একটি মিনিট্রাক ঢাকা মেট্রো ন ১৫ -২৩ ৩৬ বরগুনার জেলার বামনা থানা হতে ভাঙারি মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিল। এ সময় নলছিটি মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা বরিশাল মেট্রো থ ১১-১১১১ অতিক্রম করার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।  এতে অটোরিকশায় থাকা ড্রাইভারসহ চার যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।

ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/একে

অটোরিকশা টপ নিউজ সড়ক দুর্ঘটনা সিএনজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর