Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজারীবাগ থেকে বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৩ ২২:১০

ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি বাসা থেকে রাকিবুল হোসেন রাফি (২১) নামে এক বুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১১টার দিকে হাজারীবাগ বাড্ডানগর লেনের বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে পাঠায়।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ হোসেন জানান, সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে হাজারীবাগ বাড্ডানগর লেন পানির ট্যাংকের পাশে একটি বাড়ির পাঁচ তলা থেকে ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় তিনি ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন।

এসআই আরও জানান, ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন রাফি। তার বাবার নাম মো. ইসহাক। পরিবারের কাছ থেকে জানা গেছে, তিনি দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন রাফি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই হানিফ।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

বুয়েট শিক্ষার্থী মৃতদেহ উদ্ধার হাজারীবাগ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর