Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজির ২ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৩ ১৩:৩৯

নারায়ণগঞ্জ: বন্দরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হন। রোববার (১৬ এপ্রিল) সকালে মদনগঞ্জ-মদনপুর সড়কের ফুলহর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দক্ষিণ লক্ষণখোলা এলাকার তারা মিয়ার ছেলে জহিরুল ইসলাম ও গাইবান্ধা জেলার মদরপুরের ইপিলিয়ন গার্মেন্টসের শ্রমিক মুকুল।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, সকালে বন্দরের লক্ষণখোলা বাসস্ট্যান্ড থেকে ৪ যাত্রী নিয়ে একটি সিএনজি মদনপুর যাচ্ছিল। এসময় ফুলহর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জহিরুল ও মুকুল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় আহত হন আরও দুই যাত্রী। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এমও

ট্রাক মুখোমুখি সংঘর্ষ সিএনজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর