Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৩ ১৩:৩৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ১৩:৪২

ঢাকা: ৫ সিটি করপোরেশন নির্বাচন মেয়র পদে দলের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

রাজশাহীতে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ, খুলনায় মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, সিলেটে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান।

বিজ্ঞাপন

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণভবন গেটে সাংবাদিকদের এ তথ্য জানান।

৫ সিটির মধ্যে বরিশালে ৭ জন, গাজীপুরে ১৭ জন, সিলেটে ১০ জন, খুলনায় ৪ জন এবং রাজশাহীতে ৩ জন মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছিলেন।

শনিবার সকালে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ স্হানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় মেয়র পদে প্রার্থী মনোনয়নসহ কয়েকটি পৌরসভা ও উপজেলা পরিষদের মেয়র ও চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়।

সারাবাংলা/এনআর/এমও

আওয়ামী লীগ আওয়ামী লীগের মনোনয়ন টপ নিউজ মনোনয়ন চূড়ান্ত মেয়র পদ সিটি নির্বাচন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর