Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ব্যাংকের আনোয়ার খান মডার্ন হাসপাতাল উপশাখা উদ্বোধন

সারাবাংলা ডেস্ক
২৪ মার্চ ২০২৩ ১০:২৪ | আপডেট: ২৪ মার্চ ২০২৩ ১০:২৬

ঢাকা: সম্প্রতি, প্রিমিয়ার ব্যাংক কলাবাগান শাখার নিয়ন্ত্রণাধীন আনোয়ার খান মডার্ন হাসপাতাল উপশাখার শুভ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. আনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম রিয়াজুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী; উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবুল হাশেম, মানব সম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ, ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন, এলিফ্যান্ট রোড শাখা প্রধান মো. জাকির হোসেনসহ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. এখলাছুর রহমান ও মর্ডান হেলথ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ।

এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

প্রিমিয়ার ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর