Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা বাঙালি, এটাই আমাদের প্রথম পরিচয়’

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৩ ০০:১৬

ঢাকা: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, মহান মুক্তিযুদ্ধে জীবন বিসর্জন দিয়েছেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সকল সম্প্রদায়ের মানুষ। আমাদের দেশে ধর্মভেদে কিংবা আচার-প্রথায় নানা পার্থক্য থাকতেই পারে। কিন্তু আমরা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান নির্বিশেষে বাঙালি, এটাই আমাদের প্রথম পরিচয়। আমাদের পরিচয় হোক, আমরা সবাই মানুষ।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা আইনজীবী সমিতির আয়োজনে জিল্লুর রহমান অডিটোরিয়ামে শুভ বিজয়া, শুভ বৌদ্ধ পূর্ণিমা, শুভ বড় দিন পুনর্মিলনী ২০২৩ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান বিচারপতি বলেন, ‘এই মাটি, এই জনগণ, সার্বভৌমত্ব ও সরকার নিয়ে এই রাষ্ট্র। এই রাষ্ট্র আমাদের সকলের কুলি, মজুর, মেথরসহ অতি সাধারণ কৃষক কিংবা পথের ধারে বসে থাকা জুতা সেলাই করা মুচিরও। এই অতি সাধারণ মানুষগুলো রাষ্ট্রযন্ত্রের ক্ষতি করে না, করে না দুর্নীতি, করে না মাদক কারবার আর মানি লন্ডারিং। নেই দেশেপ্রেমের বিন্দুমাত্র ঘাটতি। আমাদের সবার এদের মতো হতে হবে। আমরা কেউ দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী, মানি লন্ডারদের পাশে দাঁড়াব না।’

তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠীর ধর্মবিশ্বাস ভিন্ন হলেও মানুষ হিসেবে প্রকৃত সাম্য, মৈত্রী, শান্তি, মানবতা, ভালোবাসা, উদারতা, সহমর্মিতা এবং সগোত্রের বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে বাঁচতে চায় এই মানুষ জাতি। এইসব গুণাবলী মানুষকে মানুষ হিসেবে পরিচিতি এনে দেয়। আর তার অভাব হলে মানুষ নামের প্রাণীগুলো অমানুষে পরিণত হয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এখন ধর্মভিত্তিক উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশেষ করে এই উপমহাদেশে এর বিস্তার আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি সবার আগে আমরা মানুষ, সকলে আমরা এক স্রষ্টার সৃষ্টি। এই বোধ জাগ্রত না হলে ধর্মীয় অসহিষ্ণুতা প্রতিকার সুদূর পরাহত থেকে যাবে। যে অপরিসীম মমতায় পরম করুণাময় মানুষকে তৈরি করেছেন, মানুষের কর্ম ও বিশ্বাসের চূড়ান্ত বিচার করবেন তিনি। আমাদের ওপর সেই ভার তো কেউ দেয়নি।’

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশ নিয়ে আমরা অহংকার করি। বলতে পারি এই দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সহনশীলতা ও পারস্পারিক সম্মানবোধকে সঙ্গ করে আমরা বিভেদমুক্ত সমাজ গড়ে তুলতে সক্ষম হয়েছি। সবধর্মের মানুষ এখানে একসাথে বসবাস করবে। এটা সংবিধানের অঙ্গীকারই নয়, আমাদের সমষ্টির স্বপ্নও বটে। সেই স্বপ্নের সরণি ধরে একটি বহুজনবাদী বৈচিত্র্যময় রাষ্ট্র নির্মাণ তখনই সম্ভব হবে যখন আমাদের প্রত্যেকের হৃদয়ে সুশিক্ষা, সভ্যতা মানবপ্রেমের আলোয় আলোকিত হবে।’

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া, মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এআই/পিটিএম

প্রথম পরিচয় প্রধান বিচারপতি বাঙালি হাসান ফয়েজ সিদ্দিকী

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর