Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ব্যাংকে নতুন দুই এএমডি

সারাবাংলা ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩১

ঢাকা: শামসুদ্দিন চৌধুরী ও মো. শহীদ হাসান মল্লিক সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন।

এই পদোন্নতির পূর্বে শামসুদ্দিন চৌধুরী ও মো. শহীদ হাসান মল্লিক একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।

মতিঝিল শাখার ব্যবস্থাপক শামসুদ্দিন চৌধুরীর ৩৭ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে।

তিনি ১৯৮৫ সালে ন্যাশনাল ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন পরবর্তীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডে কাজ করেন এবং ২০০৬ সালে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডে যোগ দেন।

নারায়ণগঞ্জ শাখার প্রধান এবং জোনাল হেড মো. শহীদ হাসান মল্লিক তার দীর্ঘ ৩২ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে বহুমুখী অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ১৯৯০ সালে আল বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেডে তার পেশা জীবন শুরু করেন পরবর্তীতে প্রাইম ব্যাংক লিমিটেডে কাজ করেন এবং ২০০২ সালে প্রিমিয়ার ব্যাংকে যোগদান করেন।

সারাবাংলা/একে

প্রিমিয়ার ব্যাংক

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর