Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোরিকশার সঙ্গে সিএনজির সংঘর্ষে বিজিবি সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৩ ১০:০৪

গাইবান্ধা: সিএনজি ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিজিবির এক হাবিলদার নিহত হয়েছেন। গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের নাছিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় অজ্ঞাত আরও চার জন আহতের খবর পাওয়া গেছে। নিহত হাবিলদার মোস্তাফিজার রহমান ময়মনসিংহ জেলার ভালুকার ভরাডোবা গ্রামের নইমুদ্দিনের ছেলে। তিনি নওগাঁ-১৬ ব্যাটালিয়ানে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ থেকে ঘোড়াঘাটগামী সিএনজির সঙ্গে অপরদিক আসা ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী হাবিলদার মোস্তাফিজারের মৃত্যু হয়।

পথচারীরা আহতদের উদ্ধার করে ওসমানপুর ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল ইসলাম।

সারাবাংলা/এমও

অটোরিকশা টপ নিউজ নাছিরাবাদ বিজিবি সদস্য ব্যাটারিচালিত অটোভ্যান সিএনজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর