মাধবপুরে সড়ক দুর্ঘটনায় হাঁস খামারী নিহত
২৯ ডিসেম্বর ২০২২ ১৪:০৫ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ১৫:০০
মাধবপুর: হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় হাঁস ভর্তি পিকআপ উল্টে রহমত উল্লাহ (৫০) নামের এক হাঁসের খামারী নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল হাই নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ৩টার সময় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার নারায়নপুরে এ দুর্ঘটনা ঘটে।
রহমত উল্লাহ চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ ইউনিয়নের তাউসি গ্রামের ছমির হোসেনের পুত্র।
পুলিশ জানিয়েছে, অংশের কাছে ঢাকা গামী একটি ট্রাক পিছন দিক থেকে ঢাকাগামী হাঁসভর্তি একটি পিক আপ ভ্যানকে ধাক্কা দিলে পিকাপ ভ্যানটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় পিকআপ ভ্যানে থাকা হাঁসের খামারের মালিক রহমত উল্লাহ ঘটনাস্থলেই নিহত হন। এ পিকআপে থাকা একই উপজেলার গড়গাঁও গ্রামের আব্দুল হাই নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন। আহত আব্দুল হাইকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পিকআপভ্যানটি উদ্ধার করে। এ সময় ধাক্কা দেওয়া ট্রাকটিকেও আটক করেছে হাইওয়ে পুলিশ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া এ হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সারাবাংলা/ইআ