২৭ ডিসেম্বর প্রধান বিচারপতির অভিভাষণ
স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২২ ১৫:৩৩ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ ১৭:৫৯
২৫ ডিসেম্বর ২০২২ ১৫:৩৩ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ ১৭:৫৯
ঢাকা: দেশের সব আদালতের (জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং তাদের উদ্দেশে অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ বিষয়ে স্মারক জারি করেছে আইন মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে এই অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি।
স্মারকে বলা হয়, বিচার বিভাগে আরও গতিশীলতা আনার লক্ষ্যে জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মতবিনিময় এবং দিক-নির্দেশনামূলক অভিভাষণ দেবেন।
দেশের সব জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের উক্ত অনুষ্ঠানে যথা সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
সারাবাংলা/কেআইএফ/একে