Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে নারী নির্যাতন প্রতিরোধে কর্মশালা ও মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২২ ২৩:২৪

সিলেট: সমাজের সর্বক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত করতে পারলে নির্যাতন প্রতিরোধ করা সম্ভব। এজন্য অগ্রণী ভূমিকা রাখতে হবে সমাজ সচেতন নারীদের। বিশেষ করে নারী সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে পিছিয়ে পড়া নারীদের অধিকার সর্ম্পকে সচেতন করতে পারেন।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে নগরীর বন্দরবাজারের একটি অভিজাত হোটেলে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উপলক্ষে আয়োজিত কর্মশালা ও মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে ও ইউএনএফপিএ এবং সিআইআরএফ’র সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিলেটের নারী সাংবাদিকরা অংশ নেন।

বিজ্ঞাপন

কর্মশালায় প্রধান আলোচক ছিলেন দৈনিক কালবেলা পত্রিকার ব্যুরো প্রধান ও বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী। আলোচক হিসেবে বক্তব্য দেন- দৈনিক মানবজমিন ও একুশে টিভির সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খছরু। আলোচনায় সংকটকালীন সময়ে নারী সাংবাদিকদের প্রতিবন্ধকতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে করোনাকাল, বন্যা এবং নানা দুর্যোগ মূহূর্তে নারী সাংবাদিকদের ভূমিকা প্রশংসিত হয়।

দিনব্যাপী কর্মশালা শেষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বিলকিস আক্তার সুমি। সাবলম্বী উন্নয়ন সমিতির জিবিভিআইই প্রোজেক্ট মনিটরিং অ্যান্ড লার্নিং অফিসার সাবিনা ইয়াছমিনের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জিবিভিআইই প্রোজেক্ট সাবলম্বী উন্নয়ন সমিতির কেস ম্যানেজমেন্ট সুপারভাইজার নাসিমা বেগম, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মনিকা ইসলাম, টাইমস সুরমা ইডিটর সুমা জায়গীরদার, দৈনিক সুদিন’র সহ-সম্পাদক ফাতেমা সুলতানা অন্নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

নারী সাংবাদিক কেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর