পাম্প মেশিনের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু
১৬ অক্টোবর ২০২২ ২১:৩২ | আপডেট: ১৭ অক্টোবর ২০২২ ১১:১৭
রাজশাহী: তানোরে পাম্প মেশিনের তারে জড়িয়ে মা ও তিন বছরের ছেলের মৃত্যু হয়েছে। রোববার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার বাধাইড় গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মায়ের নাম মরিয়ম বেগম (৩৪) ও তার তিন বছরের ছেলে মাহফুজ রহমান। তারা ওই গ্রামের হজরত আলীর স্ত্রী ও ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাধাইড় ইউনিয়ন পরিষধের চেয়ারম্যান আতাউর রহমান। তিনি জানান, রোববার দুপুরে মরিয়ম বাড়ির উঠানে বিদ্যুৎচালিত পানির পাম্প মেশিন দিয়ে নিজের বাড়ির উঠান পরিষ্কার করছিল। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই পাম্প মেশিনের বৈদ্যুতিক তার গুছিয়ে নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থানে মা ছেলের মৃত্যু হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জাজামান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যুর খবরটি পেয়েছি। পরিবারের কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মৃত্যুর ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
সারাবাংলা/পিটিএম