সিএনজিতে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১
১৫ অক্টোবর ২০২২ ২২:১১ | আপডেট: ১৫ অক্টোবর ২০২২ ২২:৪৫
নরসিংদী: জেলার ঘোড়াশালে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পাঁচদোনা-টঙ্গি সড়কের ঘোড়াশাল বাগদি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম জামাল মিয়া (৪০)। তিনি মনোহরদী উপজেলার বড় মির্জাপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে সিএনজিটি পলাশের দিকে যাচ্ছিল। এর মধ্যে ঘোড়াশাল বাগদি নামক স্থানে এলে অপর দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রীর মৃত্যু হয়। এছাড়া আহত হন আরও চারজন। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে বাস ও সিএনজিটি উদ্ধার করা হয়েছে।
সারাবাংলা/পিটিএম