Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গ্রিড বিপর্যয় নাশকতা কীনা খতিয়ে দেখা হচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২২ ১৮:১১

ঢাকা: জাতীয় গ্রিড বিপর্যয়ের ঘটনার তিন দিন পর সংবাদ সম্মেলন ডেকেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, ওই ঘটনার টেকনিক্যাল বিষয়টা আমরা নানাভাবে খতিয়ে দেখছি। পাশপাশি কোনো নাশকতার উদ্দেশ্যে ঘটনা ঘটেছে কীনা, সেদিকও আমরা যাচাই-বাছাই করে দেখছি।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সচিবালয়ে সংবাদ ব্রিফিং এ এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রি বলেন, ‘আমরা এখানে দুইটা বিষয় দেখতে পাচ্ছি। একটা হলো রাজনৈতিক ব্যাক্তিরা যা বলেন যে এমন ঘটনা হয়তো আরও হবে। যিনি বললেন এমন কথা তাতে তো ষড়যন্ত্র বা নাশকতার আভাস একটা থেকে যায়। কারন ইকবাল হাসান মাহমুদ টুকু এ বিষয়ে আগাম মন্তব্য কি করে করলেন। এতো বছর হলোনা, ভবিষ্যতের কথা বলে দিলেন। তিনি তো তার সময়ে এক মেগাওয়াট বিদুতের উতপাদন বাড়াতে পারেন নি। একমাত্র খাম্মা আর পুল ছাড়া।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এসব মন্তব্য বা আসলেই কোনো নাশকতার জন্যই এ ঘটনা কীনা তা খুঁজে দেখা হচ্ছে। দ্বিতীয়ত ট্যাকনিক্যাল বিষয়গুলোও দেখা হচ্ছে।’

নসরুল হামিদ বলেন, ‘আগামী সপ্তাহেই হয়তো তদন্ত প্রতিবেদন হাতে পাবো। তখন এর কারনও বেরিয়ে আসবে। তবে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ খাতকে অটোমোশনে নিয়ে যাওয়ার কথা বলেন প্রতিমন্ত্রী।’

তিনি আরও বলেন, ‘আমরা তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেওয়ার ফলে ঘন্টাখানেক পর থেকে ধীরে ধীরে বিদ্যুত রিস্টোর হতে শুরু হয়। যদিও সে কাজটা ম্যানুয়ালি করা হয়েছে। তবে আমাদের এখন অটোমোশনে যেতে হবে। গ্রিডকে স্মার্ট গ্রিডে পরিণত করতে হবে।’

উল্লেখ্য, গত ৪ অক্টোবর সঞ্চালন লাইনে বিভ্রাটের পর ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ওইদিন দুপুর দুইটার কিছু পর থেকে এ বিপর্যয় ঘটে। যে কারনে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। সন্ধ্যা ছয়টার পর থেকে বিদ্যুত আসতে শুরু হয়। এ ঘটনায় ওই দিনই একটি তদন্ত কমিটি গঠন করে বিদ্যুৎ বিভাগ। যা এখন কাজ করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/ইআ

টপ নিউজ নাশকতা বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিদ্যুৎ বিতরণ গ্রিডে ত্রুটি