নাটোরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় ২ কিশোরকে সাজা
২৯ সেপ্টেম্বর ২০২২ ১২:৫২ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৩:০৬
নাটোর: সিংড়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার রায়ে রাসেল ও রমিজুল নামে ২ কিশোরকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন আদালত। তবে উভয় আসামিই পলাতক রয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালের নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেনে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিছুর রহমান জানিয়েছেন, ২০১৭ সালের ৩০ মার্চ সন্ধ্যায় সিংড়া উপজেলার পারিল গ্রামের ১১ বছরের প্রতিবন্ধী শিশুকে আখ খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় একই এলাকার কিশোর রাসেল ও তার বন্ধু রমিজুল। পরে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে পরিবারের মাধ্যমে হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় নির্যাতিতার মামা রিপন মন্ডল বাদি হয়ে মামলা দায়ের করলে সাক্ষ্য-প্রমাণ শেষে আদালতে শিশু আইনে তাদের এ আটকাদেশ দেন।
সারাবাংলা/এমও
কিশোরকে সাজা নাটোর প্রতিবন্ধী শিশু প্রতিবন্ধী শিশু ধর্ষণ শিশু ধর্ষণ মামলা