Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২২ ১৯:২৬

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইঙ্গে ১ লাখ টাকা জরিমানাও করা হয়। জরিমানার অর্থ ধর্ষণের শিকার শিশুটিকে দিতে হবে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ দণ্ডাদেশ দেন।

২০১৯ সালে ২ নভেম্বর ফতেপুর গ্রামের ৮ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে গ্রামের বাওড়ের ধারের কলাবাগানে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী হাফিজুর রহমান। শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি জানালে ওইদিনই তার পিতা বাদী হয়ে হাফিজুরকে আসামি করে একটি মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে ওই বছরের ডিসেম্বরে আদালতে চার্জশিট দেয়।

সারাবাংলা/একে

কারাদণ্ড শিশু ধর্ষণ মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর