Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২২ ২০:৩৮

বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ আহ্বান করায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে দু’পক্ষের সমাবেশ নিষিদ্ধ করেছে।

বুধবার (২৪ আগস্ট) নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুড়ইল ইউনিয়নের বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলা ১২টা থেকে ১৪৪ ধারা জারি করেন।

জানা গেছে, নন্দীগ্রামের বুড়ইল ইউনিয়ন বিএনপি স্থানীয় বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকেল ৩টায় কর্মী সমাবেশ আহ্বান করে। অপরদিকে একই স্কুল মাঠে একই সময়ে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সমাবেশ আহ্বান করা হয়। এ নিয়ে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে চাপা উত্তেজনা দেখা দেয়। উভয়পক্ষই বুধবার সকাল থেকে সমাবেশের প্রস্তুতি নেয়।

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শিফা নুসরাত বলেন, সহিংসতা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোনো পক্ষকেই সেখানে সভা-সমাবেশ করতে দেওয়া হবে না।

সারাবাংলা/এএম

১৪৪ ধারা জারি নন্দীগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর