Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২২ ২১:৩১ | আপডেট: ২৩ জুলাই ২০২২ ২৩:০৯

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, ছবি: সারাবাংলা

নরসিংদী: পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য জ্ঞানমূলক বই পড়ার প্রতি শিক্ষর্থীদের আগ্রহ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। একইসঙ্গে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ করাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (২৩ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলা অডিটরিয়ামে ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ’ পুরস্কার বিতরণ ও জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, স্কুল হলো শিক্ষা জীবনের প্রথম সিঁড়ি। স্কুল থেকেই মানুষ তার সকল প্রকার নৈতিক জ্ঞান লাভ করা শুরু করে। তবে আমাদের এখানে কিছু কিছু শিক্ষকদের মধ্যে যেমন নৈতিকতার অবক্ষয় রয়েছে, ঠিক তেমনি কিছু শিক্ষার্থীদের মধ্যেও তা পরিলক্ষিত হয়। এ থেকে মুক্তির একমাত্র উপায় হলো পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য জ্ঞানমূলক বই পড়ার প্রতি শিক্ষর্থীদের আগ্রহী করা। এ কাজটি একমাত্র শিক্ষকদের দ্বারাই সম্ভব।

একইসঙ্গে সকল শিক্ষার্থীদের পাড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করাতে হবে বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিভিন্ন ইভেন্টে পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরাসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

নরসিংদী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর