Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুমন্ত স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারলো স্বামী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২২ ১৬:৪৭

পটুয়াখালী: দুমকিতে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামী জলিলের (৩২) বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ধোপারহাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইতি আক্তার (২৬) ওই এলাকার আবদুল মান্নান খানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর আগে ঢাকায় বসে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার জলিলের সঙ্গে ইতি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে জলিল যৌতুকের দাবিতে ইতিকে মারধর করতো। প্রায় ৫ বছর আগে ইতি ঢাকা থেকে তার বাবার বাড়ি চলে যায়। স্বামীর অত্যাচার সইতে না পেরে ইতি বেশ কয়েকদিন আগে তার স্বামীকে ডিভোর্স দেয়।

পরে গতকাল দিবাগত গভীর রাতে জলিল ঢাকা থেকে তার শ্বশুর বাড়িতে পৌঁছে ঘুমন্ত ইতির গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারে। এসময় বিষয়টি ইতির বাবা দেখে ফেলে। ইতির ৫ বছরের একটি ছেলে রয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল সালাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এমও

ঘুমন্ত স্ত্রী দুমকি পেট্রোল স্বামী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর