Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসটিআইয়ে অত্যাধুনিক ৮৯টি ল্যাবরেটরি চালু হচ্ছে: শিল্পমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ মে ২০২২ ২১:৩০

ঢাকা: পণ্যের মান এবং ওজন ও পরিমাপ নিশ্চিতে বিএসটিআইকে বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য অত্যাধুনিক ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

রোববার (২২ মে) রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআইর প্রধান কার্যালয়ের বিশ্ব মেট্রোলজি দিবস-২০২২ উপলক্ষে বিএসটিআই আয়োজিত ‘ডিজিটিাল যুগে পরিমাপ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

শিল্পমন্ত্রী বলেন, ‘বিএসটিআই সক্ষমতার দিক থেকে অনেকদূর এগিয়ে গেছে। পণ্যের মান প্রণয়ন, পরীক্ষণ, মান সনদ প্রদান, সঠিক ওজন ও পরিমাপের নিশ্চয়তা বিধান, ম্যানেজমেন্ট সিস্টেমস সনদ প্রদানের পাশাপাশি দেশীয় পণ্যের রফতানি বাড়ানোর জন্য ইতোমধ্যে হালাল সার্টিফিকেট দেওয়া শুরু করেছে সংস্থাটি। এ কার্যক্রম রফতানি বাণিজ্যে বিশাল ভূমিকা রাখবে। পণ্য পরীক্ষণ এবং ওজন ও পরিমাপের ক্ষেত্রে বিশ্বমানের সেবা নিশ্চিতে বিএসটিআইয়ে আরও অত্যাধুনিক ৮৯টি ল্যাবরেটরি স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।’

অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ‘পণ্যের মান প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি নিম্নমানের পণ্য উৎপাদন-সরবরাহ এবং ওজনে কারচুপি রোধকল্পে বিএসটিআই নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করছে। এসব কার্যক্রমের মাধ্যমে লাইসেন্সবিহীন, নকল পণ্য উৎপাদনকারী ও পরিমাপে কারচুপিকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে অসাধু ব্যবসায়ীরা সর্তক হচ্ছে এবং জনগণ সঠিক ওজন ও পরিমাপে পণ্য পাচ্ছেন।’

এছাড়া বিএসটিআই’র ল্যাবরেটরিতে রফতানিমুখী গার্মেন্টস শিল্প, ঔষধ শিল্পসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত ওজন ও পরিমাপক যন্ত্র ক্যালিব্রেশন সেবা দেওয়া হচ্ছে বলে জানান কামাল আহমেদ মজুমদার।

বিজ্ঞাপন

বিএসটিআই’র মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন শিল্পসচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু প্রমুখ।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

বিএসটিআই ল্যাবরেটরি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

আরো

সম্পর্কিত খবর