Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেতাই নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২২ ২১:২১

নেত্রকোনা: নদীতে নিখোঁজের একদিন পর ভাটিতে পাটক্ষেত থেকে আবুল হাশেমের (৩৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সীমান্ত উপজেলা দুর্গাপুরের নেতাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন তিনি।

রোববার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নেতাই নদীর ডুবে যাওয়া এলাকার প্রায় ১৫ গজ দূরে একটি পাটক্ষেতের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবুল হাশেম দুর্গাপুর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। গতকাল শনিবার (২১ মে) সকালে ১০টার দিকে বাড়ির সামনে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘পানিতে নিখোঁজ হওয়ার খবর পেয়েই ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজাখুঁজি করছিল। ২৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার ও স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এমও

নেতাই নদী নেত্রকোনা মরদেহ উদ্ধার যুবকের মরদেহ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর