Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কে সফরে গেলেন প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২২ ১৪:৫৩ | আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ১৭:৫৪

ঢাকা: তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্টের আমন্ত্রণে দেশটি সফরে গেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সেখানে তুরস্কের সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেবেন তিনি।

রোববার (২৪ এপ্রিল) আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞাঁর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশটির সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান বিচারপতি গত ২৩ এপ্রিল তুরস্ক গমন করেছেন। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অনুপস্থিতকালীন সময়ে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।

সারাবাংলা/কেআইএফ/এএম

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর