Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২২ ১৬:৩৭

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে গণধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে উপজেলার রঘুরামপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার রঘুরামপুর গ্রামের মো. মেহেদী হাসান (২৪) ও তার বন্ধু যাদবপুর গ্রামের আবু সালেহ (২৩)।

সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। তিনি বলেন, ধর্ষণের শিকার তরুণী কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা। ২ মাস আগে মেহেদী হাসানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। গত ২৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় মেহেদী তাকে যাদবপুর গ্রামের একটি ব্রিজের পাশে আসতে বলে। সেখানে গেলে ওই তরুণীকে তার প্রেমিক মেহেদী হাসান ও তার বন্ধুরা মিলে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করে এবং নগ্ন ছবি ধারণ করে।

তিনি আরও বলেন, পরে ৮ এপ্রিল ২নং আসামি আবু সালেহ ধর্ষিতার মাকে ফোন দিয়ে নগ্ন ছবির ভয় দেখিয়ে ৫ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে রোববার সন্ধ্যায় ধর্ষিতা নিজে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

সারাবাংলা/এএম

গণধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর