Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা ইশরাক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২২ ১২:২৩ | আপডেট: ৬ এপ্রিল ২০২২ ১৪:৪৮

ঢাকা: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণ করার সময় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

মতিঝিল বিভাগের উপ কমিশনার ( ডিসি) আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুরোনো মামলায় ওয়ারেন্ট ছিল, সেই মামলায় ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এখন তাকে মতিঝিল থানায় রাখা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

ডিএমপির গণমাধ্যম শাখার উপ কমিশনার ফারুক হোসেন জানিয়েছেন, মতিঝিল থানার ২০২০ সালের গাড়ি ভাঙচুরের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইশরাক হোসেনকে মতিঝিল থানা পুলিশ গ্রেফতার করেছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেছেন, লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাক হোসেনকে নিয়ে গেছে পুলিশ। শুনেছি মতিঝিল থানায় আছেন। তবে তাকে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে পারিনি।

উল্লেখ্য, সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনকে মনোনয়ন দেয় বিএনপি।

সারাবাংলা/ইউজে/এসএসএ

বিএনপি নেতা ইশরাক

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর