Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ব্যাংকের ৫টি নতুন এজেন্ট আউটলেটের উদ্বোধন

সারাবাংলা ডেস্ক
১৬ মার্চ ২০২২ ১৯:৪৩

সেবার দীপ্ত অঙ্গীকার এবং প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তিতে প্রিমিয়ার ব্যাংক আরও পাঁচটি নতুন এজেন্ট আউটলেট সম্প্রতি উদ্বোধন করেছে। প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে আউটলেটগুলোর উদ্বোধন করেন ব্যাংকের সম্মানিত উপদেষ্টা মুহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রিয়াজুল করিম।

বিজ্ঞাপন

নতুন এজেন্ট আউটলেটগুলো হচ্ছে— রংপুর শাখার অধীনে খামারপারা এজেন্ট আউটলেট, মাওনা শাখার অধীনে মুলাইদ এম সি এজেন্ট আউটলেট, ময়মনসিংহ শাখার অধীনে কালির বাজার এজেন্ট আউটলেট, ভালুকা শাখার অধীনে বগার বাজার এজেন্ট আউটলেট এবং বোর্ড বাজার শাখার অধীনে জাঝর বাজার এজেন্ট আউটলেট।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব জিএসডি সৈয়দ নওশের আলী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) কাজী আহ্সান খলিল এবং ইভিপি ও হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন মো. আহসান ঊল আলমসহ ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা

এছাড়াও আউটলেটগুলোর এজেন্টসহ, সংশ্লিষ্ট শাখা প্রধান এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

ইভিপি ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স মো. তারেক উদ্দিনের সঞ্চালনায় খামারপারা এজেন্ট আউটলেট, রংপুর থেকে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত হন এসইভিপি এবং এসএমই ও কৃষি বিভাগের প্রধান মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।

সারাবাংলা/টিআর

এজেন্ট আউটলেট প্রিমিয়ার ব্যাংক

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর