Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিকআপের ধাক্কায় অজ্ঞাত কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২ ১২:৫৪

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর রাজারবাগে পিকআপ ভ্যান ধাক্কায় ১৭ বছর বয়সের অজ্ঞাত এক কিশোর নিহত হয়েছে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদশর্ক (এসআই) মহসিন হাবিব মৃধা জানান, গতকাল বুধবার রাত ১১টার দিকে রাজারবাগ ১ নম্বর গেটের বিপরীত পাশে ট্রাফিক গলিতে মাটি বহনকারী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় ওই কিশোর। খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই কিশোরের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে সে ভবঘুরে প্রকৃতির, ফুটপাতেই থাকত। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই চালকসহ গাড়িটি আটক করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনএস

কিশোর নিহত পিকআপের ধাক্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর