Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ উন্নত হওয়ায় রিকশাওয়ালারাও এখন ভালো চাল খায়: কৃষিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২২ ১৪:৪০ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১৭:০৮

ঢাকা: আওয়ামী লীগ সরকারের সময় দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। দেশ উন্নত হওয়ার কারণে এখন রিকশাওয়ালারাও ভালোমানের চাল খায় বলে মন্তব্য করেছে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ইউসিবি পাবলিক পার্লামেন্ট জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের পদক্ষেপ নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

কৃষিমন্ত্রী বলেন, ‘বিদেশে খাদ্য রফতানি করতে হলে ফরমালিনের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কারণ আমেরিকা, ইউরোপ- জাপান কিংবা অন্যান্য দেশে খাদ্য রফতানির জন্য অবশ্যই ফরমালিনমুক্ত খাদ্য হতে হবে। নয়ত খাদ্য রফতানি বন্ধ হয়ে যাবে।’

মন্ত্রী বলেন, ‘বিদেশে খাবার রফতানিতে নিরাপদ খাদ্যের গুরুত্ব অপরিসীম। নিরাপদ খাদ্যের কারণে মেধাবৃদ্ধি হয়। নিরাপদ খাদ্য ছাড়া মেধামনন সম্ভব নয়। তাই পুষ্টিসম্মত নিরাাপদ খাবারের গুরুত্ব অপরিসীম।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সব গ্রাম শহর হচ্ছে। তবে মানুষের আয় কম, মানুষের আয় বাড়াতে হবে। চাষাবাদের জমি বাড়াতে হবে। কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে।’

কৃষিমন্ত্রী বলেন, ‘২০০১ থেকে ২০০৩ সালেও নীলফামারী, গাইবান্ধা, জামালপুরের মানুষ না খেয়ে থাকত। বর্তমান সরকারের দূরর্দিশতায় এখন আর কেউ না খেয়ে থাকে না। আওয়ামী লীগের ইশতেহারেও নিরাপদ খাদ্যের গুরুত্ব ছিল। আমরা তা নিশ্চিত করতে কাজ করছি।’

তিনি বলেন, ‘২০১৫ সালের মধ্যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। ২০১৭ সালে আমরা এমডিজি অর্জন করেছি। তবে এখন দারিদ্র্যসীমার নিচে ২০ ভাগ মানুষ আছে।’

বিজ্ঞাপন

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘খাদ্য আমাদের মৌলিক অধিকার। খাদ্যকে নিরাপদ করতে হবে। খাদ্য নিয়ে এখন আর ইউরোপিয়ান ইউনিয়নের কোনো অভিযোগ নেই। নিরাপদ খাদ্য রফতানির জন্য দুই একর জায়গায় আন্তর্জাতিকমানের ল্যাব হচ্ছে। এটি হলে বিদেশে অনেক খাদ্য রফতানি হচ্ছে। আওয়ামী লীগ সরকার নিরাপদ খাদ্য নিশ্চিতে কোনো ছাড় দেবে না।’

কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষকদের জন্য সারে ভর্তুকি দেওয়া হচ্ছে। সরকার কৃষকদের জন্য সবসময় কাজ করছে। ৭০ ভাগ মানুষ গ্রামে থাকে। ৪০ ভাগ মানুষ কৃষিকাজ করে। চলতি অর্থবছরের জুন পর্যন্ত সারের দামে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। কৃষকদের কথা চিন্তা করে সারের দাম বাড়ানো হবে না। কারণ কৃষকদের সারের দাম বাড়ালে বৈষম্য তৈরি হবে। কৃষকরা আরও গরিব হবে। তাদের জীবনমান আরও নিচে নেমে যাবে। সে জন্য কৃষকদের দারিদ্র্যতা কমিয়ে আয় বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।’

তাই স্পষ্টভাবে বলতে চাই, অতীতে কোনো সরকার কৃষিকে গুরুত্ব দেয়নি যা আওয়ামী লীগ সরকার করেছে— বলেন কৃষিমন্ত্রী।

ইউসিবি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশ নেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিরোধী দল হিসেবে অংশ নেন ব্র্যাক ইউনিভার্সিটি।

প্রতিযোগিতায় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সভাপতিত্ব করেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মঞ্জুর মোর্শেদ আহমেদ, উন্নয়নকর্মী ড. এস এম মোর্শেদ, সাংবাদিক সবুজ ইউনুস ও শেখ নাজমুল হক সৈকত।

সারাবাংলা/এসজে/একে

আওয়ামী লীগ উন্নত দেশ কৃষিমন্ত্রী টপ নিউজ রিকশাওয়ালা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর