প্রিমিয়ার ব্যাংকের ৭ উপশাখার উদ্বোধন
১৪ নভেম্বর ২০২১ ১৯:০৫ | আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২৩:০১
ঢাকার বিভিন্ন স্থানে সাতটি উপশাখা উদ্বোধন করেছে দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। এসব উপশাখা গ্রাহকদের কাছে আরও সহজে প্রিমিয়ার ব্যাংকের সেবা পৌঁছে দেবে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি।
প্রিমিয়ার ব্যাংক থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন উদ্বোধন হওয়া উপশাখাগুলো হলো— বনানী শাখার অধীন ভাষানটেক, দিলকুশা করপোরেট শাখার অধীন মান্ডা, দিলকুশা শাখার অধীন সবুজবাগ ও মাদারটেক, গরিব-ই-নেওয়াজ শাখার অধীন ফুলবাড়িয়া, উত্তরা শাখার অধীন ফায়দাবাদ এবং ঢাকা নিউ মার্কেট শাখার অধীন কামরাঙ্গীরচর।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ভাষানটেক উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল সার্ভিস বিভাগের প্রধান সৈয়দ নওশের আলী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান মো. তারেক উদ্দিনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রিমিয়ার ব্যাংকের ফুলবাড়িয়া উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের এসইভিপি ও এসএমই এবং কৃষি ঋণ বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। সবুজবাগ ও মাদারটেক উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের এসইভিপি ও দিলকুশা শাখার প্রধান আব্দুল বাতিন চৌধুরী।
এদিকে, ফায়দাবাদ উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের করপোরেট ব্যাংকিং বিভাগের ইভিপি মো. হাসানুল হোসাইন এবং মান্ডা উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের এসভিপি ও দিলকুশা করপোরেট শাখার প্রধান আব্দুল মান্নান খান।
সারাবাংলা/টিআর