Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯ সেপ্টেম্বর থেকে চার ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২১ ২৩:১৪ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ১০:০৬

ঢাকা: বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০ টা পর্যন্ত চার ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এ সিদ্ধান্ত ১৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সেখানে বলা হয়, বিদ্যুতের চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনে আগামী ১৯ সেপ্টেম্বর রোববার থেকে বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে সন্ধ্যা ৬টা হতে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা সিএনজি স্টেশনসমূহে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এর আগে, গত সোমবার (১৩ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। সে আদেশে ১৫ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হলেও পরে তা বাতিল করে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।

এরপর মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পেট্রোবাংলায় এ নিয়ে অংশীজনদের সঙ্গে বৈঠক করে ১৯ সেপ্টেম্বর থেকে দৈনিক ছয় ঘণ্টার পরিবর্তে চার ঘণ্টা করে সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত। যা ১৫ সেপ্টেম্বর জানানো হলো।

উল্লেখ্য, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সমুহের গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা বিষয়ে গত ১৯ আগস্ট বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/একে

রাজধানী সিএনজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর